Feature NewsfleshNewsত্রিপুরা

স্কিল ঋণ ও চাকরি মেলা উদয়পুরে

ত্রিপুরা, ৭ নভেম্বর : রাজ্যের সকল যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য সরকার রাজ্যব্যাপী স্কিল ঋণ ও চাকরি মেলা শুরু করেছে। শুক্রবার উদয়পুরের রাজশ্রী হলে গোমতী ডিস্ট্রিক্ট স্কিল কমিটি এবং ডাইরেক্টরেট অব স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে সংকল্প প্রকল্পে গোমতী জেলা ভিত্তিক স্কিল ঋণ ও চাকরি মেলা শুরু হয়েছে। তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, প্রত্যেককে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার ঋণের ব্যবস্থা করছে।

সকলকে এই সুযোগ গ্রহণ করার জন্য তিনি আবেদন করেন।

পাশাপাশি তিনি আরও বলেন, কেবল ঋণ নিলেই হবে না, সময়মতো ঋণ পরিশোধও করতে হবে। উল্লেখ্য, এই মেলা তিনদিন চলবে। মেলায় বিভিন্ন দপ্তর থেকে ষোলটি স্টল খোলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী বলেন, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা অর্থের অভাবে অনেক সময় ব্যবসা শুরু করতে পারেন না তাদের জন্যই সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য রাজ্য সরকার এই ধরনের মেলার আয়োজন করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক গোভেকর ময়ূর রতি লাল এবং সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী, উদয়পুর মহকুমাশাসক জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *