স্বল্প সঞ্চয়ে সুদ কম দিচ্ছে কেন্দ্র
ত্রিপুরা, ১৪ নভেম্বর : মূল্যবৃদ্ধিতে কোনওভাবেই লাগাম পরাতে পারছে না মোদি সরকার। মুদ্রাস্ফীতি রুখতে বারবার রেপো রেট বাড়িয়ে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে প্রায় সব ব্যাঙ্ক মেয়াদি। প্রকল্প বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে।
বেড়েছে সরকারি সিকিউরিটির সুদও।
এই পরিস্থিতিতে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতেও সুদের হার বাড়ানোর চাপ ছিল কেন্দ্রের উপর। কিন্তু তেমন একটা তোয়াক্কা করেনি কেন্দ্র। মোদি সরকারের এই পদক্ষেপ যে মোটেও সময়োচিত নয়, এবার সেই দাবি করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসের জন্য স্বল্প সঞ্চয়ে যে সুদের হার ঘোষিত হয়েছিল, তাতে বিরাট কোনও সুবিধা পায়নি দেশবাসী। ডাকঘর সঞ্চয় প্রকল্পের মাত্র পাঁচটিতে সুদ বাড়ানো হয়। যদিও..