Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

স্বাবলম্বী হবার পথে ত্রিপুরা
হস্ততাঁত হস্তকারু শিল্প নিগম

ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : ত্রিপুরা হস্ততাঁত ও হস্ত কারুশিল্প উন্নয়ন নিগম লিমিটেড ধারাবাহিক লোকসানের বহর কমিয়ে গত সাড়ে চার বছরে স্বাবলম্বী হবার পথে হাঁটছে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী। সাংবাদিক সম্মেলনে ম্যানেজিং ডিরেক্টর কুন্তল দাস ও উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলাই গোস্বামী জানান, নিগমের তাঁত বস্ত্র ও কারুশিল্পের ব্যবসা বিগত দিনের তুলনায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। নিগম আজ রাজ্যের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের এক প্রতীক হিসাবে পরিগণিত হয়েছে। ভারত বিখ্যাত রাজ্যের কারু শিল্প ও ঐতিহ্যবাহী তাঁত শিল্পের জন্য সারা দেশে পূর্বাশা বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। নিগম প্রতিনিয়ত রাজ্যের তাঁত ও কারুশিল্পীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি রোড ম্যাপ তৈরি করে তাঁত ও কারু শিল্পের উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণের কাজ করে যাচ্ছে। নিগমের সাথে রাজ্যের বহু দক্ষ কারুশিল্পী ও তাঁত শিল্পী সহ রাজ্যের তাঁত ও কারুশিল্পের ক্ষেতের যথাক্রমে ৬৫টি ও ২১টি ক্লাস্টার অর্থাৎ তাঁত ও কারুশিল্পীদের সমন্বয়ে গঠিত বৃহত্তর সমবায় সমিতি সরাসরি তাঁতবস্ত্র ও কারুশিল্প সামগ্রী উৎপাদন ও সরবরাহের কাজে যুক্ত রয়েছে।

নতুন সরকার গঠিত হওয়ার আগে নিগমের লোকসানের পরিমাণ ছিল ১১ কোটি টাকার উপর।

বর্তমান অর্থ বৎসরে লোকসানের পরিমাণ ৪ কোটি টাকাতে নামিয়ে আনা হয়েছে। এই কাজে নিগম কর্মচারীদের বেশিরভাগ অংশের সহযোগিতায় নিগম এ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বৎসরের নিগম কর্মচারীদের বোনাম ও পূজা অনুদান সহ রাজ্য সরকার ঘোষিত ৫ শতাংশ মহার্ঘ ভাতা এরিয়ার সহ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে নিগমের প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হবে। তৎসঙ্গে, পূজা এডভান্স প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকার ঘোষিত প্রমোশন প্রদানের নীতি মোতাবেক নিগম কর্মচারীদের প্রমোশন প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *