Feature Newsfleshত্রিপুরারাজনীতি

স্বামী বিবেকানন্দ ময়দানে তিপরা মথার সমাবেশ ১২ই

ত্রিপুরা, ৫ নভেম্বর : ২০২৩-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি প্রচারে এগিয়ে আছে। পাশাপাশি বিরোধী দলগুলোর মধ্যে তিপরা মথা এবং কংগ্রেস ছাড়াও প্রধান বিরোধী দল সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট প্রচারের ক্ষেত্রে টেক্কা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে।

তিপরা মথা আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে নিজেদের ভীত মজবুত করতে ময়দানে নেমেছে এডিসির ক্ষমতাসীন প্রশাসন তিপরা মথা।

আজ শুক্রবার চার নভেম্বর খুমুলুঙে অনুষ্ঠিত হয় এই সভা। পাশাপাশি দলের সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভা ভোটকে নজরে রেখে আগামী ১২ নভেম্বর রাজধানীর আস্তাবল মাঠে জনসভা করার উদ্যোগ নিয়েছে তিপরা মথা। এই উপলক্ষ্যে আজ সভায় নিজেদের শক্তির জানান দিতে চলছে ঘরোয়াসভা নিজেদের মধ্যে। সভাকে কেন্দ্র করে ৫৯ নম্বর পেঁচারথল বিধানসভার প্রত্যন্ত জনপদ সালকাহাম পাড়ায় সভা করে তিপরা মথার মহিলা সংগঠন। জনসভায় লোক জমায়েতের প্রাথমিক হাল পরখ করে নিতে মহিলাদের নিয়ে হয় বৈঠক। পরে সৌভ্রাতৃত্ব অটুট রাখতে এলাকার মহিলাদের মধ্যে হয় বস্ত্রদান। উপস্থিত ছিলেন দলের মহিলা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুপর্না খিসা, মহিলা সংগঠনের সভাপতি মিরা চাকমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *