Feature NewsfleshNewsত্রিপুরা

স্বাস্থ্য দপ্তরে ছুটি বাতিল

ত্রিপুরা, ২০ এপ্রিল : রাজ্যের প্রচন্ড দাবদাহের পরিস্থিতিতে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক সহ স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেছে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশিকা জারি হয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার ও কল্যাণ দপ্তরে। এই আদেশে বলা হয়েছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত চিকিৎসক নার্স সহ সমস্ত কর্মীদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। রাজ্যের এই দাবদাহ পরিস্থিতিতে হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রচন্ড গরমে রোগ বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ফলে এই পরিস্থিতিকে সামাল দিতে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে সরকার। একই সাথে রাজ্যের সবকটি জেলা মহকুমা হাসপাতাল থেকে শুরু করে একেবারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির কর্মীদের জরুরী ভিত্তিতে মানুষের পরিষেবায় প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। শুখা মরসুমে প্রচন্ড গরমে মানুষের মধ্যে ডায়রিয়ার প্রবণতা শুরু হয়েছে। কোথাও কোথাও জলবাহিত রোগের প্রাদুর্ভাব। শুরু থেকেই একে মোকাবেলা করার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগের প্রয়োজনতা রয়েছে বলেও মনে করছে বিভিন্ন মহল। কোন কোন জেলায়, মহকুমা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের উদ্যোগ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *