Feature Newsfleshত্রিপুরাভারত

হর ঘর ইন্টারনেট! উদ্যোগ সরকারের বসছে টাওয়ার

ত্রিপুরা, ২ নভেম্বর : ৫৮৩টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজকে ইন্টারনেট ফাইবার কানেকশনের আওতায় আনা হবে। ৪-জি স্যাচুরেশন প্রকল্পে ৪-জি সংযোগ স্থাপনের উদ্দেশ্যে সারা রাজ্যের বিভিন্ন গ্রামে ১৭৭টি মোবাইল টাওয়ার বসানো হবে।

সম্পূর্ণ কর্মসূচিটি রূপায়ণ করবে বিএসএনএল, রাজ্যের ৫৮৩টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজে ইন্টারনেটের ফাইবার কানেকশনের পাশাপাশি ওয়াইফাই কানেকশনের আওতায়ও আনা হবে।

বিএসএনএল এই কর্মসূচি বাস্তবায়িত করবে। কেন্দ্রীয় সরকার এরজন্য ৫০ কোটি টাকা মঞ্জুর করেছে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত বর্ষের ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীকে মোবাইল স্মার্ট ফোন কেনার জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার মহাকরণে আহুত..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *