হর ঘর সুশাসন নিয়ে পশ্চিম জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক
ত্রিপুরা, ২৮ অক্টোবর : ঘরে ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আজ পশ্চিম জেলাভিত্তিক বিভিন্ন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, নগর পঞ্চায়েত এবং আগরতলা প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ।
বৈঠকে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলাশাসক সহ বিভিন্ন নগর পঞ্চায়েত ও জেলা সমিতির সভাপতি ও সহ সভাধিপতিদের উপস্থিতিতে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যালোচনা বৈঠককে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, হর ঘর সুশাসনের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় যে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং মানুষের যে সমস্যাগুলো অত্যন্ত স্পর্শকাতর ও যেগুলি এখনও শুরু করা সম্ভব হয়নি তানিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যালোচনা..