হাঁটু প্রতিস্থাপন সার্জারি আইএলএস হাসপাতাল আগরতলায়
ত্রিপুরা, ১৩ অক্টোবর : হাঁটু প্রতিস্থাপন সার্জারি বা ‘নি- রিপ্লেসমেন্ট সার্জারি যা হাঁটুর আর্থোপ্লাস্টি নামেও পরিচিত, এই সার্জারি করে গুরুতর অসুস্থ হাঁটুর ব্যথা থেকে আরাম পাওয়া যেতে পারে এবং হাঁটু আবার আগের মতো সক্রিয় হয়ে উঠতে পারে। এই চিকিৎসা পদ্ধতিতে আপনার উরুরহাড়, পায়ের হাড় ও হাঁটুর হাড়ে থাকা ক্ষতিগ্রস্ত হাড় ও তরুণাস্থিকে কেটে বের করে নিয়ে তার জায়গায় সংকর ধাতু, উচ্চ গ্রেডের প্লাস্টিক ও পলিমার দিয়ে তৈরি কৃত্রিম অস্থি সন্ধি (প্রোস্থেসিস) বসিয়ে দেওয়া হয়।
আগরতলার আইএলএস হাসপাতালে ডা: কে জয়ন্ত রেড্ডি সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিকস এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন – ‘হিপ’ এবং ‘নি’ রিপ্লেসমেন্ট সার্জারি করেন।
এই সমস্যার রোগীরা রাজ্যের বাইরে না গিয়ে আইএলএস হাসপাতাল আগরতলাতে স্বল্প খরচায় সার্জারি করাতে পারবেন। তাছাড়াও আয়ুষ্মান ভারত যোজনায় সম্পূর্ণ বিনামূল্যে এই সার্জারির সুযোগ রয়েছে আইএলএস হাসপাতাল আগরতলাতে।