হাওড়ার জলে প্লাবিত এলাকা
ত্রিপুরা, ৭ অক্টোবর : পুজোর দিনগুলোতে ভারি বৃষ্টিপাতের কারণে শহরের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়। বেশ কিছু দোকানে জল ঢুকে। আড়ালিয়া, বিদ্যাসাগর, প্রফেসার পাড়া, বলদাখাল এলাকায় বাড়িঘরেও জল প্রবেশ করে। পুজোর মধ্যে আড়ালিয়া এলাকার বেশ কিছু দোকানপাট জলের নিচে চলে যায়।
ফলে ব্যবসায়ীদের মাথায় হাত ।
এমনিতেই পুজোর দিনগুলোতে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেননি। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যাঙ্ক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা পেতে বসেছিলেন। ভেবেছিলেন দুই বছর করোনার কারণে পুজো জমেনি। এবার পুজোতে ব্যাপক ভিড় হবে। ফলে..