হাওড়া প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী নাগরিক স্বাচ্ছন্দ্য প্রদানই সরকারের লক্ষ্য
ত্রিপুরা, ১১ ডিসেম্বর : মানুষের স্বার্থে, মানুষের স্বাচ্ছন্দ্য প্রদানের লক্ষ্যে প্রাধান্য দিয়েই কাজ করে চলেছে সরকার। আগরতলা পুর নিগমও সেই অনুযায়ী শহরবাসীকে দূষণমুক্ত এক নতুন শহর উপহার দিতে চাইছে। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টটির কাজ সম্পন্ন হয়ে গেলে নিশ্চিতভাবেই দৃষ্টিনন্দন অবস্থায় চলে আসবে রাজধানী আগরতলা। বৃহস্পতিবার দশমীঘাটে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, গোটা প্রকল্পটি বাস্তবায়িত হতে সময় লাগবে প্রায় দেড় বছরের মতো।
আর এরপরই পাল্টে যাবে এই শহরের চেহারা।
‘সিটি ইনভেস্টমেন্টস টু ইনোভেট ইন্টিগ্রেট অ্যান্ড সাস্টেইন’- এর অধীনে থাকা প্রকল্পটিতে থাকবে হাওড়া নদীর তীর উন্নয়ন, পথচারীদের জন্য সেতু নির্মাণ, নালার বিভিন্ন আবর্জনা-জল ইত্যাদি শোধনাগার, জৈব চাষের মাধ্যমে হর্টিকালচার প্রকল্পের উন্নয়ন ইত্যাদি। এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি শহরবাসীর জন্য এক নয়া পালক উন্মোচিত করবে। আগে যা ছিল স্বপ্ন, এখন তাই বাস্তবায়িত হচ্ছে একে- একে। আসলে ইচ্ছে থাকলে স্বপ্নের শহরকেও যে বাস্তবায়িত করা যায় এটি। তার উদাহরণ। আগামী দিনেও এ ধরনের নতুন নতুন প্রকল্পের মাধ্যমে শহর আগরতলাকে আরও কীভাবে সুন্দর করে তোলা যায় তাও ভেবে দেখা হবে। সরকার সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।