Feature Newsঅন্যান্যএই মুহূর্তেত্রিপুরা

হিউম্যান রাইটস স অ্যাসো’র নিন্দা

ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলগুলোর নেতা, কর্মী ও সমর্থকদের উপর দুষ্কৃতিকারীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা হিউম্যানরাইটস অর্গানাইজেশন (টিএইচ আরও) রাজ্য সরকার ও আরক্ষা বাহীনির মদতে দুবৃত্তরা ত্রিপুরাকে গণতন্ত্রের বধ্যভূমিতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন টিএইচ আরও সম্পাদক পুরুষোত্তম রায়বর্মন।

প্রতিটি রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের সাংবিধানিক অধিকার রয়েছে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করার।

কিন্তু ত্রিপুরায় সংবিধান ও আইনের শাসন মুলতবী করে রেখেছে সরকার। টি এইচ আরও রাজ্য সরকারের কাছে দাবি করেছে, সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। আরক্ষা বাহিনীর ভূমিকার তীব্র নিন্দা করেছে টিএইচ আরও । গণতন্ত্র পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান রেখেছে চিএইচআরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *