হিমাচলের ৬৮টি আসনে আজ ভোট
ত্রিপুরা, ১২ নভেম্বর : হিমাচল প্রদেশে শনিবার, ১২ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ৬৮টি আসনের হিমাচল প্রদেশ বিধানসভার ভোটগ্রহণ হবে এক দফাতেই, আগামী ৮ ডিসেম্বর ফল ঘোষণা। পাহাড়ি এই রাজ্যে লড়াই মূলত দ্বিমুখী, বিজেপি ও কংগ্রেসের মধ্যে, তবে লড়াইয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। সেই অর্থে ত্রিমুখী লড়াইও বলা যেতে পারে।
শনিবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ।
হিমাচল প্রদেশে ৬৮টি বিধানসভা আসনের জন্য ৫৫ লক্ষেরও বেশি ভোটার এবার ভোট দেবেন, যার মধ্যে ১.৮৬ লক্ষ প্রথমবারের ভোটার এবং ১.২২ লক্ষ ৮০-র বেশি বয়সী ভোটার। গত কয়েক দশক ধরেই হিমাচলে ক্ষমতার পালাবদলের রাজনৈতিক ধারা রয়েছে। ২০১৭-য় কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে শিমলার কুর্সি দখল করেছিল বিজেপি। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা ৪৫ এবং কংগ্রেস ২২ ও সিপিএম..