Feature Newsঅন্যান্যত্রিপুরারাজনীতি

১০৩২৩ নিয়ে গঠিত কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি

ত্রিপুরা, ২৩ অক্টোবর : ১০৩২৩ এই আলোচিত সংখ্যাটাই আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে থাকবে তার আভাস পাওয়া যাচ্ছে। ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের একটি অংশ গত তিনদিন ধরে অনশন কর্মসূচি পালন করছে রাজধানীতে। আরেকটি সংগঠন কয়েকদিন আগে আন্দোলনে নামার হুমকি দিয়েছে। অন্য একটি অংশ তিপরামথার সুপ্রিমোর সঙ্গে দিল্লিতে গিয়ে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করে আইনী লড়াইয়ে যাচ্ছে।

এরমধ্যে শনিবার,১০৩২৩ ভুক্ত দের আরেকটি সংগঠন রাজধানীর সিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে তোপ দাগালেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

১০৩২৩ চাকরি সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে তার রিপোর্ট কেন প্রকাশ করা হচ্ছে না? পেছনে কী রহস্য জড়িয়ে আছে,কারা জড়িত তদন্ত রিপোর্ট প্রকাশ্য আনার দাবি তুললো ১০৩২৩ শিক্ষক সংগঠনের নেতা বিজয়কৃষ্ণ সাহা। নির্বাচন ঘনিয়ে আসতেই তেজী হচ্ছে ১০৩২৩ এর আন্দোলন।রাজ্য সরকার কেন তদন্ত রিপোর্ট প্রকাশ করছেনা, রাজ্য সরকারের কেউ এর সঙ্গে জড়িত নেই তো? না কি পূর্বতন দলের সঙ্গে কোন সমঝোতা হয়ে গিয়েছে এমন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *