১০৩২৩ পরিবার নিয়ে আজ মহাকরণ অভিযান
ত্রিপুরা, ৩ জানুয়ারি : ভিশন ডকুমেন্টে চাকুরির স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিলেও বি জে পি সরকার তাদের সমস্যা সমাধান করবেন না বলে নিশ্চিত ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার চাকুরি ফিরে পাওয়ার দাবিতে চূড়ান্ত লড়াইয়ে নামার আগে নিজেদের মধ্যে এটাই আলোচনা করছেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। রাজ্য থেকে বাম সরকার হটাতে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে বি জে পি’র হয়ে কাজ করা ১০৩২৩ এর প্রদীপ অরবিন্দ গোষ্ঠী আগরতলার রাজপথে ৭৫ দিন পড়ে থাকলেও তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনবোধ করলেন না মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বি জে পি’র নেতারা। সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্ মুহূর্তে নিজেদের ভুল বুঝতে পেরে এখন এক মঞ্চে এসেছেন ১০৩২৩ এর সব গোষ্ঠীই। মঙ্গলবার রবীন্দ্রভবনের সামনে থেকে চাকুরি ফিরে পাওয়ার দাবিতে মহাকরণের উদ্দেশে যাওয়া মিছিলে যোগ দেবেন অনশন মঞ্চে থাকা ১০৩২৩ শিক্ষকদের বড় অংশই। মঙ্গলবার সকাল এগারোটার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজনদের নিয়ে রবীন্দ্র ভবনের সামনে জড়ো হবেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে প্রশাসন সূত্রে খবর ১০৩২৩ শিক্ষকদের মিছিল আটকে দেওয়া হবে মাঝ রাস্তাতেই। মিছিলের পথ আটকালে পুলিশের সঙ্গে রেষারেষি হতে পারে বলেও খবর। ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের আন্দোলন ঘিরে মঙ্গলবার আগরতলার স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে বলেও..