১০ নভেম্বর জাঁকজমকপূর্ণ শ্যামা পূজার উদ্যোগ
ত্রিপুরা, ২৬ অক্টোবর : মারাত্মক ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে সমগ্র জিরানিয়া মহকুমা জুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় মহকুমার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। যদিও রাত থেকেই স্থানীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী তাদের কাজ চালিয়ে গেছে এবং জনজীবনের সাধারণ পরিষেবা গুলো স্বাভাবিক। রাখতে সচেষ্ট থেকেছে।
এদিকে এই ঘূর্ণিঝড়ের দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিরানিয়া মহকুমা শাসক অফিসের পাশে ১০ নং মজলিশপুর মণ্ডল দ্বারা আয়োজিত ৪১ ফুট উঁচু কালী মায়ের মূর্তি পূজা।
প্রচণ্ড ঝড়ের দাপটে গতকাল মধ্যরাত্রিতে মায়ের মূর্তি আচমকাই ভেঙে পড়ে। ঝড় সম্বন্ধীয় সরকারি বিভিন্ন বিধি নিষেধ এবং স্থানীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর সতর্কতামূলক নির্দেশ মেনে সেই সময় সেখানে কোন লোকসমাগম না থাকায় জানমালের কোন ক্ষতি হয়নি। আজ ভোরের আলো ফুটতেই বিভিন্ন দিকে এই মূর্তি ভাঙার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়..