১১ জানুয়ারি আসছেন মুকুল প্রস্তুতিতে প্রিয়াঙ্কার রাজ্য সফর
ত্রিপুরা, ৯ জানুয়ারি : নির্বাচন ঘোষণা না হলেও শাসকদলের পাশাপাশি রাজনীতির ময়দান গরম করতে পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। শাসকদল যখন রাজ্য জুড়ে জন বিশ্বাস’ যাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে তেজী ভাব আনতে শুরু করেছে। তেমনিভাবে প্রধান বিরোধীদল সিপিএম এবং কংগ্রেস তারাও তারকা প্রচারক এনে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে তেজীভাব আনতে শুরু করেছে। যদিও এই দুটি দল প্রাথমিক সাংগঠনিক বৈঠকের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রেখেছে। সেই লক্ষ্যেই আগামী ১০ জানুয়ারি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাতের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে একদিনের রাজ্য কমিটির বৈঠক। জানা গেছ, রাজ্য কমিটির
বৈঠকে বিভিন্ন এজেন্ডার পাশাপাশি মূল আলোচ্য বিষয় থাকবে সিপিএম এবং কংগ্রেসের আঁতাতের বিষয়টি। অন্যদিকে কংগ্রেস দলও কিন্তু একই কায়দায় সাংগঠনিক বৈঠকের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে অবস্থান করছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সী। তিনি রাজ্য কংগ্রেসের স্ক্রিনিং কমিটির মূল দায়িত্বে। শনিবার দিন রাজ্যে এসে সেদিন থেকেই দফায় দফায় রাজ্য কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন। আজ অর্থাৎ রবিবার দিন ও জেলা ও ব্লক স্তরের প্রতিনিধিদের সাথে রাজধানীর কংগ্রেসে ভবনে বেশ কয়েক দফায় বৈঠকে বসেন তিনি। রবিবার দিনের বৈঠকে জেলা ও ব্লক স্তরের প্রতিনিধিদের কাছ থেকে প্রাক্তন মন্ত্রী দীপা দাস মুন্সী সিপিএম এবং কংগ্রেসের জোটের বিষয়ে মতামত..