১৩ই আসছেন প্রধানমন্ত্রী
ত্রিপুরা, ৩ ফেব্রুয়ারী : প্রচারের শেষ লগ্নে ঝড় তুলতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে রাজ্য বিজেপি আগামী ১১ ও ১৩ ফেব্রুয়ারিকে টার্গেট করে প্রধানমন্ত্রীর জনসভার জন্যে প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনো প্রধানমন্ত্রীর দফতর থেকে সফরসূচি চূড়ান্ত করা হয়নি। শুক্রবার রাজ্যে আসছেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ৬ জানুয়ারি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি খোয়াই সহ বেশ কিছু জায়গায় জনসভা করবেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সভাপতির জনসভাস্থল দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে – জানান, নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একঝাঁক নেতারা আসছেন। আগামী ১১ এবং ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ভোট প্রচারে আসতে পারেন বলে তিনি জানান। তবে প্রধানমন্ত্রী দুটি জনসভা করবেন। যদিও এখনো জনসভা কোথায় হবে তা ঠিক হয়নি। মোট কথা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট প্রচার যে তেজি হচ্ছে তা বলাই বাহুল্য। উল্লেখ করা যেতে পারে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় সরব প্রচার শেষ হচ্ছে।