Feature NewsNewsএই মুহূর্তেত্রিপুরা

১৫৬ স্কুলকে মডেল স্কুল : রতন

ত্রিপুরা, ২১ অক্টোবর : পিএম শ্রী প্রকল্পে গোটা রাজ্যে ১৫৬ টি স্কুলকে মডেল স্কুল হিসেবে চিহ্নিত করা হবে। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের মোট ৫৮টি ব্লক এবং ২০টি আরবান লোকাল বড়ি থেকে দুটি করে স্কুল এই প্রকল্পে চিহ্নিত করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় মোট বাজেট রয়েছে ২৭ হাজার ৩৬০ কোটি টাকা।

সারা দেশ থেকে মোট ১৪ হাজার ৫০০টি স্কুলকে এই প্রকল্পে মডেল স্কুল হিসেবে বাছাই করা হবে। শিক্ষামন্ত্রী জানান, খুব শীঘ্রই রাজ্যে এই স্কুলগুলি চিহ্নিতকরণের কাজ শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *