১৫ নভেম্বর থেকে রাজ্যের ৬টি কলেজে শুরু হচ্ছে বাংলা ও ইংরেজীতে মাস্টার ডিগ্রী
ত্রিপুরা, ১২ নভেম্বর : রাজ্যের শিক্ষার্থীদের সার্বিক বিকাশে রাজ্যের ১০০টি বিদ্যালয় বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে রূপান্তর করা হয়। বাজেট প্রস্তাবে আরও ২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুল। রূপে রূপান্তর করার সংস্থান রাখা হয়েছিল।
আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিস কক্ষে আহুত এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ২৫টি প্রস্তাবিত বিদ্যাজ্যোতি স্কুলের নামের তালিকা জানিয়েছেন।
২৫টি প্রস্তাবিত বিদ্যা জ্যোতি স্কুলের মধ্যে রয়েছে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ডা. বি আর আম্বেদকর বিদ্যাভবন, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বেলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কবিরাজটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বিশালগড় বিধানসভা কেন্দ্রের অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, গোলঘাটি বিধানসভা কেন্দ্রের শ্রীনগর গাবর্দি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, নলছড়..