Feature Newsfleshকরোনাভারত

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ এখনও তিন হাজারের ঘরেই

ত্রিপুরা, ২৯ সেপ্টেম্বর : গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ তিন হাজারের ঘরে থাকলেও তা সামান্য বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩,৬০৭ মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩,২৩০। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল।

গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও হাজারের উপরেই।

কোভিড বুলেটিন অনুযায়ী, কেরলে দৈনিক সংক্রমিতের সংখ্যা ১, ১৪৫। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে তামিলনাড়ু (৫০৭), মহারাষ্ট্র (৪০৮), পশ্চিমবঙ্গ (২৭৯) এবং কনটিক (২৪৯)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র ও ছত্তীসগঢ়ে দু’জন এবং উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, গুজরাত, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং সিকিমে এক জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে কেরলে আট জন ব্যক্তির আগে মৃত্যু হয়েছিল যা তালিকায় পরে নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১০। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ১০ হাজার ৮১৭ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ৪,৯৭২ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪০ লক্ষ ১ হাজার ৫২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *