Feature NewsfleshNewsত্রিপুরা

২৮শে রাজ্যে আসছেন ৬০ জন গণনা পর্যবেক্ষক

ত্রিপুরা, ২৫ ফেব্রুয়ারী : সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়াকে সম্পন্ন করতে রাজ্যে আসছেন গণনা পর্যবেক্ষক। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যে আসবেন গণনা পর্যবেক্ষকরা। যতটুকু খবর, রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের জন্য আসছেন ৬০ জন গণনা পর্যবেক্ষক। তারা মূলত সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়াটি সম্পন্ন করতেই রাজ্যে আসছেন। যেহেতু জিরো পোল ভায়োলেন্স মিশন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অবশ্যই রাজ্যের আরক্ষা প্রশাসন অবাধ ও শান্তিপূর্ণ (দু-একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিয়ে) ভোট করাতে সক্ষম হয়েছেন তাই গণনা প্রক্রিয়াও যাতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে হয় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন সিইও কিরণ কুমার গিত্যে, মুখ্যসচিব জে কে সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। ইতিমধ্যেই তারা রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে গণনা প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখার পাশাপাশি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন আধিকারিকদের সাথে পর্যালোচনার বৈঠকে মিলিত হচ্ছেন। আজ অর্থাৎ শুক্রবার দিনও তারা খোয়াই জেলা পরিদর্শন করেন। সেখানে অফিসটিলা স্থিত সরকারি ডাক বাংলোয় জেলাশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার সহ নির্বাচনী কাজে যুক্ত সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকেও অনুরূপভাবে শান্তিপূর্ণ পরিবেশে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা এবং ফল প্রকাশের পর যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে তারও আহ্বান জানান। এছাড়াও অন্যান্য জেলার মতো খোয়াই জেলাতেও যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ..

 
সম্পূর্ণ খবর পড়তে আমাদের নিউজ অ্যাপ ডাউনলোড করুন
Website : https://tripuranewsofficial.com/
 
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *