২৮ আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছেন মহিলা ভোটাররা
ত্রিপুরা, ২৪ ফেব্রুয়ারী : এবারের নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মহিলা ভোটাররা। ভোট প্রদানের পর সর্বশেষ তথ্যে বেড়িয়ে এসেছে পুরুষদের তুলনায় প্রায় তিন শতাংশ বেশি ভোট দিয়েছেন মহিলারা। স্বাভাবিকভাবেই মহিলারা এবার বেশ কিছু প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন, এমনটাই রাজনৈতিক বিশ্লেষক মহলের অভিমত। ২০২৩ রাজ্য বিধানসভার হাইভোল্টেজ নির্বাচনে এবার উল্লেখযোগ্যভাবে মহিলাদের ভোটদানের হার সবথেকে বেশি, এই হার বেশ তৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরুষদের রীতিমতো টেক্কা দিয়ে ঘন্টার পর ঘন্টা রাত প্রায় সাড়ে নটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মহিলা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ১৬ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটের তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা হলো ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ১৫ হাজার ২৩৩ জন এবং মহিলা ভোটার ১৩ লক্ষ ৯৯ হাজার ২৮৯ জন। মহিলাদের চাইতে পুরুষ..