৩৩২৪ বুথে বুথ লেভেল এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত বিজেপির
ত্রিপুরা, ১৫ অক্টোবর : ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির চমক ছিল পৃষ্ঠাপ্রমুখ। “লালসাম্রাজ্য”র রাজ্যের বুকে পদ্মচাষে আসল কারিগর ছিল হাজার হাজার সেই পৃষ্ঠা প্রমুখরাই ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পর পৃষ্ঠা প্রমুখদের কথা সকলের মুখে-মুখে।
এবার পৃষ্ঠা প্রমুখদের পাশাপাশি নতুন কৌশলে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করলো বিজেপি।
৩৩২৪টি বুথেই এ এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুশাভাউ ভবনের তরফে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে বহুমুখী কৌশল নিয়েছে শাসক দলের হেড কোয়ার্টার। হাইকমান্ডের নির্দেশেই বুথে বুথে নিয়োগ করা হচ্ছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ। তারা..