৪ জি স্পেকট্রাম চালু না করায় বি এস এন এল ছাড়ছেন গ্রাহকরা
ত্রিপুরা, ২১ অক্টোবর : ৪ জি স্পেকট্রাম চালু করতে অস্বাভাবিক ও রহস্যময় কালবিলম্ব করে চলেছে কেন্দ্রের মোদি সরকার। উন্নত মানের পরিষেবা না পেয়ে মাত্র তিন মাসে দেশের প্রায় ২৭ লক্ষ সাধারণ গ্রাহক বি এস এন এল এর মোবাইল সংযোগ ত্যাগ করেছেন।
এতে প্রচুর রাজস্ব লোকসান হয়েছে বি এস এন এল কোম্পানির।
যদি অবিলম্বে ৪ জি স্পেকট্রাম চালু করা না হয় তাহলে আরও গ্রাহক বি এস এন এল এর মোবাইল পরিষেবা ছেড়ে দেবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে লাভ হবে বেসরকারি মোবাইল সার্ভিস প্রোভাইডারদের। মঙ্গলবার বি এস এন এল এর সংখ্যাগরিষ্ঠ ইউনিয়ন তথা..