fleshNewsঅন্যান্যভারত

৫০ কোটির ব্যবসা ছুঁয়ে আজ শাহরুখের ‘পাঠানে’-এর মুক্তি

ত্রিপুরা, ২৫ জানুয়ারি : কর্পোরেট পাওয়ার প্লে-তে বক্সঅফিস গুছিয়ে নিয়ে আজ, বুধবার পর্দা উঠছে পাঠানের। চার বছর পর দেশজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের এই ছবি। প্রেক্ষাগৃহে আলো নেভার আগেই যা বক্সঅফিসে প্রায় ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোণ। নেগেটিভ চরিত্রে দেখা যাবে জন অ্যাব্রাহামকে। বেশ কয়েকবছর পর আবার বড় পর্দায় ফিরেছেন ডিম্পল কাপাডিয়া। যিনি এই ছবিতে শাহরুখের মেন্টর। তবে এই ছবিতে সবচেয়ে বড় চমক হতে চলেছে টাইগার সলমন খানের। যাঁকে একটি ছোট্ট চরিত্রে এই ছবিতে দেখা যাবে। ছবি মুক্তির আগের দিন শাহরুখ জানিয়েছেন. তিনি বাড়িতে থাকবেন। গেরুয়া বিকিনি নিয়ে প্রথমবার মুখ খুলেছেন দীপিকাও। এসবের মধ্যেও পুণেতে এই ছবির পোস্টার ছিঁড়েছে বজরং দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *