৬জি পরিষেবার ক্ষেত্রে নেতৃত্ব দেবে ভারত , ৫জি সূচনার পরদিনই বড় দাবি অশ্বিনীর
ত্রিপুরা, ৩ অক্টোবর : ভারতের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে এক নয়া সূচনা হয়েছে শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে চালু হয়েছে ৫জি পরিষেবা। আর এরই মধ্যে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট পরিষেবা নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে দিলেন, ৬জি পরিষেবা চালু করার ক্ষেত্রে ভারত অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতা অনুযায়ী ৬জি পরিষেবার ক্ষেত্রে ভারত নেতৃত্ব দেবে।’