Feature NewsfleshNewsভারত

৭০০-পেরিয়ে গেল দৈনিক সংক্রমণ; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৪,৬২৩, করোনায় মৃত্যু একজনের

ত্রিপুরা, ১৭ মার্চ : ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪,৬২৩-এ পৌঁছে গিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৫৪ জন, এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৪,৬২৩-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। নতুন করে ৭৫৪ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৯২,৭১০ জন। একজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৭৯০-এ পৌঁছেছে। কেন্দ্ৰীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৭,২৯৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন। ০৯ হাজার ৫২০ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৪,৮০, ৭৫৬। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৫ মার্চ সারা দিনে ভারতে ১,০১,১৬০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

 
সম্পূর্ণ খবর পড়তে আমাদের নিউজ অ্যাপ ডাউনলোড করুন
 
Website : https://tripuranewsofficial.com/
 
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *