৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং উদ্বোধন প্রধানমন্ত্রীর
ত্রিপুরা, ১৭ অক্টোবর : রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের দুটি ডিজিট্যাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করেন। জানা গিয়েছে, সারা দেশে মোট ৭৫টি ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করা হয়। তারমধ্যে জম্মু ও কাশ্মীরে দুটো ইউনিট রয়েছে। জম্মু ও কাশ্মীরে দুটি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের মধ্যে একটি শ্রীনগরের লালচকের এসএসআই শাখা ও অন্যটি জম্মুর চান্নি রামা শাখা।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণও দেবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের স্বাধীনতার ৭৫ উপলক্ষ্যে দেশে ৭৫টি ডিজিট্যাল ব্যাঙ্কিং ইউনিট গঠন করার কথা ঘোষণা করেছিলেন। ঘোষণায় তিনি বলেছিলেন, দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ডিবিইউগুলি স্থাপন করা হচ্ছে। সরকারি ১১টি ব্যাঙ্ক, বেসরকারি..