৯ই জাতীয় সড়ক অবরোধের ডাক
ত্রিপুরা, ৩০ অক্টোবর : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ নভেম্বর সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি ও জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দুটি কমিটির পক্ষ থেকেই পদাধিকারীরা এই ঘোষণা দেন।
তারা জানান, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সাথে একাধিকবার তাদের দাবি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী তাদের আশ্বাস দিলেও আজ অবধি ফল মেলেনি। অবশেষে বাধ্য হয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীকেও এ বিষয়টি অবগত করেন তারা। তাতেও ফল না মিললে আসাম আগরতলা রোডের চম্পকনগর ব্রিজ সংলগ্ন এলাকায় ৯ নভেম্বর সকাল ছয়টা থেকে তারা অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধে বসবে বলে জানিয়ে দেয়। সাংবাদিক সম্মেলনে জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষে সাধারণ সম্পাদক শৈলেন কুমার 31, রিহ্যাবিলিটেশন কমিটির পক্ষে সাধারণ সম্পাদক অনন্ত কুমার জমাতিয়া সহ অন্যরাও উপস্থিত ছিলেন।