মোদি সরকার আগামী মাস থেকে বন্ধ করছে বিনামূল্যে খাবার
ত্রিপুরা , ২০ সেপ্টেম্বর : দেশে আগামী অক্টোবর মাস থেকে মোদি সরকার বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া বন্ধ করছে , তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল । এবার কি সস্তায় খাদ্যশষ্য দেওয়ার দিনও শেষ হচ্ছে ।
ইতিমধ্যে তৈরী হয়ে গেছে একটি সিক্রেট কেবিনেট নোট ।
তাতে বলা হয়েছে , রেশনের চাল গমের দাম কেজি পিছু ৭ টাকা করে বাড়াতে হবে । এই ব্যাপারে বিরোধী মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে । এমনিতেই দ্রব্যমূল্য আকাশছোঁয়া । তার মধ্যে গরীব মানুষের পেটে লাথি মারতে উদ্যত কেন্দ্র । জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধিকারে গ্ৰামের ৭৫ শতাংশ এবং শহরের ৫০ শতাংশ গরীব মানুষকে চাল , গম , দানাশষ্য দেয় কেন্দ্র । কিন্তু এবার ঘুরিয়ে ফিরিয়ে গরীবদের দিন বেহাল হবে ।
Download App : https://play.google.com/store/apps/details?id=com.insyssky.app.tripuranewsofficial