আইন শৃঙ্খলা নিয়ে আজ উত্তাল হবে বিধানসভা
ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : শুক্রবার থেকে বসছে দ্বাদশ রাজ্য বিধানসভার দ্বাদশ অধিবেশন। ২০১৮ থেকে এই পর্যন্ত মাত্র ৪১ দিন বসতে চলেছে বিধানসভার অধিবেশন। এর আগে এমনভাবে কখনো বিধানসভার অধিবেশনের সময়সীমা এত কম ছিল না। অধ্যক্ষ রতন চক্রবর্তী জানিয়েছেন বি এ সি বৈঠকে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়েছে দ্বাদশ অধিবেশন চলবে ২৩ এবং ২৬ সেপ্টেম্বর এই দুইদিন। মাঝে শনি এবং রবিবার বন্ধ ।
সব মিলিয়ে চারদিনের বিধানসভা হলেও কার্যকর মাত্র দুইদিনের।
দুইদিনের এই বিধানসভা অধিবেশনে বিরোধী দল সংঘবদ্ধভাবে রাজ্যজুড়ে চলা সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হবে। তেমনি সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘন করে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ইঞ্জিনিয়ারদের সম্পর্কে যে ন্যাক্কারজনক বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধেও সোচ্চার হবেন বিরোধীরা। অধ্যক্ষ জানিয়েছেন এবারের অধিবেশনে অর্থ এবং কৃষি দপ্তর থেকে দুটি বিল আসছে। তবে প্রথম দিনেই বিরোধীদের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরকার পক্ষকে সাড়াশি আক্রমণে সামিল হওয়ার কথা রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরোধী আসনে বসা । তিনি কিভাবে প্রশ্নবাণে শাসক দলকে বেকায়দায় ফেলেন তা দেখার জন্য মুখিয়ে আছেন রাজ্যবাসী। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে এবারেই প্রথম অধিবেশনে নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ডা. মানিক সাহাকে। আইনশৃঙ্খলা ইস্যুতে বিধানসভার অধিবেশন উত্তাল হলে নয়া মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা কিভাবে সামাল দেবেন, বিরোধীদের উপর শাসক দলের ধারাবাহিক আক্রমণ নিয়ে কি বিবৃতি দেবেন তাই-ই এখন দেখার বিষয় ।