Feature Newsfleshত্রিপুরাভারত

গ্রামীণ ব্যাংকে আজ ধর্মঘট

ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির ডাকে ভারতব্যাপী গ্রামীণ ব্যাংকগুলিতে একদিনের ধর্মঘটে সামিল হবেন গ্রামীণ ব্যাংকের কর্মচারী ও অফিসারগণ। এই আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন ত্রিপুরায় সমস্ত গ্রামীণ ব্যাংকের শাখায় একশ শতাংশ ধর্মঘট করার আহ্বান জানিয়েছে।

ধর্মঘটের মুখ্য দাবি গ্রামীণ ব্যাংকে আইপিও’র মাধ্যমে সরকারের বেসরকারিকরণের বিরুদ্ধে।

সকলেই অবগত যে অতি সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রক গ্রামীণ ব্যাংকগুলোকে আইপিও’র ইস্যু করার অনুমোদন দিয়েছে। বর্তমানে একমাত্র গ্রামীণ ব্যাংকগুলি একশ শতাংশ সরকারি মালিকানাধীন ব্যাংক। এই ব্যাংকেও বেসরকারি পুঁজির অনুপ্রবেশ ঘটানোর পথ প্রশস্ত করছে ভারত সরকার। এছাড়া অন্যতম দাবিগুলো হলো দেশের সবকটি গ্রামীণ ব্যাংককে একত্রীকরণ করে জাতীয় গ্রামীণ ব্যাংক গঠন, অনিয়মিত কর্মচারীদের নিযমিতকরণ সাপেক্ষে নূন্যতম মজুরি প্রদান, গ্রামীণ ব্যাংক কর্মচারী ও অফিসারদের স্পনসর ব্যাংকের সমহারে ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়ার দাবী। আগামীকালের গ্রামীণ ব্যাংক ধর্মঘটে সকল স্তরের গ্রাহকদের তথা রাজ্যবাসীর সহযোগিতা কামনা করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *