Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

আগরতলা টাউন হলে মেগা ঋণদান

ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : ত্রিপুরা তফশিলি জাতি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আয়োজিত মেগা ঋণ বিতরণ কর্মসূচি বুধবার অনুষ্ঠিত হয় আগরতলার টাউন হলে। প্রদীপ প্রজ্বলন করে এই মেগা ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। অনুষ্ঠানে নিজ বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, এত বৎসর হয়ে গেল অথচ তফশিলি জাতির কিছুই হয়নি। অথচ দফতরে সমস্ত ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় সরকারও দিচ্ছে।

তিনি এদিন কর্পোরেশনের কোটি কোটি টাকা ঋণগ্রস্থের কথাও উল্লেখ করেন।

যার জন্য সাহায্য করা যাচ্ছিল না। তবে কোন না কোনভাবে ব্যবস্থা করে তা আনা হয়েছে বলে এদিন উল্লেখ করেন। দফতরের মন্ত্রী। তিনি এদিন জানান, তফশিলি জাতিদের যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে এই ব্যাপারে তাদের অবগত করার জন্য দফতরের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরও করা হবে। যেখানে অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে সেখানে কেন এই সম্প্রদায় পিছিয়ে থাকবে, কেন অনুন্নত থাকবে। মন্ত্রী এদিন বলেন, শিক্ষা ক্ষেত্রকে যদি উন্নত করা যায়। তবে এস সিদের উন্নয়ন হবে আর তফশিলি জাতি উন্নয়ন দফতর এর নামের সাথে কাজের মিল থাকবে। শিক্ষা ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার অধিকারকে পৌঁছে দিতে হবে বলেও জোর দেন তিনি। আর এই ব্যবস্থাই সরকার করছে। আজ যারা সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে কোন ধরনের পক্ষপাতিত্ব করার সুযোগ নেই বলেও এদিন উল্লেখ করেন তিনি। মন্ত্রী এদিন নাম না করে বিগত সরকারকে কটাক্ষ করে বলেন, এস সিদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছিল। তিনি বলেন আম্বেদকর স্কলারশিপ প্রদানের ক্ষেত্রেও বিড়ম্বনা করা হয়েছে। শত শত ছেলে মেয়েদের এর থেকে বঞ্চনা করা হয়েছে। এমন কি তিনি নিজেও এস সি হয়েও এর থেকে বঞ্চিত ছিলেন বলে উল্লেখ করেন। বলেন তারও তো তা পাবার অধিকার ছিল। সেই অধিকার থেকে এতটা বৎসর বঞ্চিত করা হয়েছে। বলেন, তার মত হাজার, হাজার ছেলে মেয়েদেরকে এই ভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার এই দিকে লক্ষ্য রেখে যাতে কেউ বঞ্চিত না হয় তার জন্য পোর্টাল খুলে দিয়েছে। অনলাইন করে দিয়েছে। এর ফলে এখন থেকে আর কোন এস সি পরিবারের ছেলে মেয়েদের কোন রঙ, বর্ণ, ভেদাভেদ দেখা হবে না। তার অধিকার, এটা তার পাবার অধিকার রয়েছে। তাকে তা দিতে হবে। এখন থেকে ১০০ শতাংশ সেই ছেলে মেয়েরা সেই স্টাইপেন্ড পাবে, কেউ সেটা আটকাতে পারবে না বলেও সাফ জানান তিনি। জানা যায় মোট ৮৬, ০৪,০০০ টাকা সুবিধাভোগীদের প্রদান করা হয় এদিন। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস সি কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস, জেনারেল ম্যানেজার দেবযানী চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *