টিআরটিসির দাবি পুনর্বিবেচনার জন্য বলল আদালত
ত্রিপুরা , ২৩ সেপ্টেম্বর : টিআরটিসি কর্মীদের পেনশন এবং লিভ সেলারি সুবিধা প্রদানের দীর্ঘদিনের দাবি উচ্চ আদালত পুনর্বিবেচনার জন্য বলেছে। গত ১২ সেপ্টেম্বর উচ্চ আদালত রায় দেন একটি রিট পিটিশনের। বলা হয়, যেহেতু রিট পিটিশনকারীদের দাবির সাথে আর্থিক বিষয় জড়িত তাই তাদের দাবিকে পুনর্বিবেচনা করা হোক।
২০১৮ সালে টিআরটিসি কর্মীদের পেনশন এবং লিভ সেলারি সুবিধা প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে ছিলেন টিআরটিসি চেয়ারম্যান সহ অর্থ দপ্তর এবং পরিবহণ দপ্তরের প্রতিনিধিরা। কর্মীদের আর্থিক সুবিধা প্রদানে কিছু সুপারিশ ছিল আলোচ্য বিষয়। কিন্তু পরে অপর্যাপ্ত তহবিলের দোহাই দিয়ে রাশ টানে সরকার। নিরুপায় টিআরটিসি কর্মীরা আদালতের দ্বারস্থ হলে এদিন ব্যাপারটি পুনর্বিবেচনা করার নির্দেশ দেন উচ্চ আদালত।