স্কাই লিফট ভ্যান চালু এএমসি’র
ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : পুর এলাকার নাগরিকদের সার্বিক সুবিধা প্রদানে বদ্ধপরিকর পুরনিগম। পুরনিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্ট্রিট লাইটের সমস্যার অভিযোগ সামনে এসেছে। এই সমস্যা দূরীকরণে উদ্যোগ নিয়েছে আগরতলা পুরনিগম, কোথাও গাছ গাছালির জন্য অনেক সময় বৈদ্যুতিক লাইটগুলি নষ্ট হয়ে যায়। এবার এই লাইটগুলি সারাইয়ের জন্য নতুন দুটি স্কাই লিফট ভ্যান ক্রয় করা হয়। শুক্রবার এই ভ্যানগুলির সূচনা করেন মেয়র দীপক মজুমদার, ছিলেন পুর কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, পুর কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।
পুরনিগমের চারটি জোনে চারটি গাড়ি কাজ করবে এখন থেকে।
তাছাড়া পুজোর দিনগুলিতে শহরকে সর্বদা আলোকময় করে রাখতে এই গাড়িগুলি বিশেষভাবে কাজ করবে বলে জানান মেয়র দীপক মজুমদার। গাড়ি দুটি ক্রয় করতে পুরনিগমের খরচ হয়েছে ২২ লক্ষ ৮০ হাজার টাকা পুজোর প্রাক্কালে নিগম এলাকার রাস্তাঘাট মেরামতির জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছে আগরতলা পুরনিগম। এই মর্মে ৬ লক্ষ টাকা ফান্ড দেওয়া হয়েছে প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার। অন্যদের মধ্যে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিল বাপি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।