Feature NewsNewsবিশ্বরাজনীতি

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ইউক্রেনের গণভোট শুরু

ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া প্রশ্নে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত চারটি অঞ্চলে আজ শুক্রবার গণভোট শুরু হল।

লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত এই গণভোট চলবে।

যে চার অঞ্চলে গণভোট হচ্ছে, তা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ। এর আয়তন হাঙ্গেরির সমান। গণভোটকে রাশিয়ার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তারা এই গণভোটে সমর্থন দিয়েছে। গণভোটকে প্রহসন বলে অভিহিত করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। পশ্চিমারা বলছে, রাশিয়ার এই আইনের চরম লঙ্ঘন। এই পদক্ষেপ যুদ্ধকে আরও তীব্রতর করবে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। সাত মাস ধরে এই যুদ্ধ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *