১০৩২৩ বিধানসভা অভিযান কাল
ত্রিপুরা , ২৫ সেপ্টেম্বর : রাজ্যের দ্বাদশ বিধানসভার সম্ভাব্য শেষ অধিবেশনে ১০৩২৩ ইস্যু নিয়ে আলোচনার দাবি নিয়ে এবার বিধানসভা অভিযান করবে চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক – শিক্ষিকারা। আগামী ২৬ সেপ্টেম্বর অধিবেশনের শেষ দিন এই অভিযান সংগঠিত করা হবে। সেদিন আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে বিধানসভার দিকে এগিয়ে যাবে।
আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধানসভা অভিযানের কথা জানালেন ১০৩২৩ এর সদস্যরা।
রাজ্যের দ্বাদশ বিধানসভার দ্বাদশতম তথা সম্ভাব্য শেষ অধিবেশন ইতিমধ্যেই শুরু। মাত্র দুই দিনের এই অধিবেশন শুক্রবার শুরু হলেও মাঝে দুই দিন বিরত থাকার পর ফের অধিবেশন বসবে আগামী ২৬ সেপ্টেম্বর সোমবার। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল অধিবেশনে পাস হবার কথা রয়েছে। তবে চলতি সরকারের সম্ভাব্য শেষ বিধানসভা হওয়ায় চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকিকাদের প্রত্যাশা ছিল তাদের জ্বলন্ত সমস্যার সমাধানের জন্য অধিবেশনের প্রথম দিন সরকার পক্ষ কিংবা বিপক্ষ আলোচনায় অংশ নেবেন। কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই বিধানসভার অধিবেশনের শেষ দিন বিষয়টি নিয়ে আলোচনার দাবিতে এবার বিধানসভা অভিযানের ডাক দিলেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। তাদের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরেই তারা নানা আন্দোলন কর্মসূচি সংগঠিত করে আসছেন। অথচ সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে কোন ধরনের উদ্যোগ নেই। এই অবস্থায় এবার চলতি অধিবেশনের শেষ দিন বিধানসভা অভিযান সংঘটিত করবে তারা। শনিবার আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধানসভা…