প্লাস্টিক বর্জনে সচেতনতা কর্মসূচি
ত্রিপুরা , ২৫ সেপ্টেম্বর : দেশব্যাপী প্লাস্টিক দ্রব্য, ক্যারি ব্যাগ বর্জনের উপর কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য ও নিউদিল্লির ন্যাশনাল ইয়ুথ প্রজেক্ট ত্রিপুরা কাউন্সিলের উদ্যোগে আগরতলার বিভিন্ন স্থানে এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
২০ এবং ২১ সেপ্টেম্বর দু’দিন ব্যাপী কর্মশালা এর অঙ্গ হিসেবে গুর্খাবস্তিস্থিত পরিবেশ ভবনে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক বসন্ত কুমার অগ্রয়াল এবং সদস্য সচিব ড: বিশু কর্মকার উপস্থিত থেকে কাপড়ের ব্যাগ বিতরণের সূচনা করেন।
এছাড়াও জয়নগরস্থিত সঙ্গীত বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচিতে পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জনের উপর কি কি কুফল তার সম্বন্ধে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন সংস্থার সচিব দীপক কুমার সিন্হা। এর পর স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকের মধ্যে কাপড়ের ব্যাগ ও ক্রেতা সাধারণের মধ্যে প্লাস্টিক দূষণের কুফল সম্পর্কিত প্রচার পত্র বিতরণ করা হয়। বিশেষ সহযোগিতা ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দু’দিন ব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সদস্যা শিবানী গোস্বামী।