করোনা সংক্রমণের শীর্ষে কেরল
ত্রিপুরা , ২৬ সেপ্টেম্বর : দেশে গত চার দিন করোনা আক্রান্তের রেখচিত্র নিম্নমুখী হয়ে চার হাজারের ঘরে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৪,৭৭৭। শনিবার এই সংখ্যা ছিল ৪,৯১২। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৮৮৫। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র (৬১৯), তামিলনাড়ু (৫৩৩), পশ্চিমবঙ্গ (৩১৪) এবং ওড়িশা (২২২)।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে মহারাষ্ট্রে তিন জন, তামিলনাড়ু ও পঞ্জাবে দু’জন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাত, ছত্তীসগঢ় ও হিমাচল প্রদেশে এক জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে কেরলে ১১ জন ব্যক্তির আগে মৃত্যু হয়েছিল যা তালিকায় পরে নথিভুক্ত করা হয়েছে। শনিবার এই সংখ্যা ছিল ১৯। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৩০ হাজার ৮৫৩ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার সামান্য কমে হল ১.৫৮ শতাংশ। শনিবার দৈনিক সংক্রমণের হার ছিল ১.৬২ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ৫,১৯৬ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৯ লক্ষ ৯৫ হাজার ৬১০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ।মন্দির গড়ে জমি হাতানোর চেষ্টা! অন্তত তেমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশে রামমন্দির থেকে কিছু দূরে পুরাণ-খ্যাত ভরতকুণ্ডে যোগী আদিত্যনাথের নামাঙ্কিত মন্দির ঘিরে। কাকার সঙ্গে যৌথ ভাবে থাকা সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই ভরতকুণ্ডে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্দির তৈরি করেছেন বিজেপি সমর্থক প্রভাকর মৌরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা এসপি প্রধান অখিলেশ যাদব। নির্মীয়মান রামমন্দির থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে ফৈজাবাদ প্রয়াগরাজ জাতীয় সড়কের ধারে ভরতকুণ্ডে এক টুকরো জমিতে গড়ে তোলা হয়েছে এই যোগী মন্দির। প্রভাকর মৌরা নামে এক ব্যক্তি সেখানে রামের আদলে যোগীর একটি প্রমাণ সাইজের মূর্তি গড়ে মন্দিরও তৈরি করে ফেলেছেন। দু’বেলা পুজো হয় নিত্যদিন, ‘ভোগ’ও দেওয়া হয় ভক্তদের। সেই জমি নিয়েই নিজের আপত্তির কথা জানিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে ‘জনশুনানি পোর্টালে’র মাধ্যমে চিঠি দিয়েছেন কল্যাণ ভাদর্শ গ্রামের বাসিন্দা রামনাথ মৌর্য। তাঁর দাবি, ওই জমিতে তাঁরও ভাগ রয়েছে। পুরো জমিটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁর ভাইয়ের ছেলে প্রভাকর সেখানে মুখ্যমন্ত্রীকে রাম সাজিয়ে মন্দির গড়ে তুলেছেন। পাশাপাশি ওই জমির লাগোয়া একটি সরকারি জমিও হাতিয়ে নিতে চান প্রভাকর। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন রামনাথ। এই অভিযোগটি তুলে ধরে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের অংশও টুইটারে জুড়ে দিয়েছে সমাজবাদী পার্টি।