Feature Newsত্রিপুরাপূর্বোত্তররাজনীতি

কর্মচারীদের বেতন বৃদ্ধি ৩২ শতাংশ উপ মুখ্যমন্ত্রী

ত্রিপুরা , ২৭ সেপ্টেম্বর : সোমবার দ্বাদশ রাজ্য বিধানসভার দ্বাদশ অধিবেশনের শেষদিন বামফ্রন্ট বিধায়ক ভানুলাল সাহা ও সুধন দাসের মহার্ঘভাতা সংক্রান্ত জরুরি জনস্বার্থবাহী নোটিশের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেছেন রাজ্য সরকারের কর্মচারীদের বি জে পি জোট সরকার ক্ষমতাসীন হয়ে পুরনো বেতনের তুলনায় ৩২ শতাংশ বেতন বৃদ্ধি করেছে।

বিগত সরকার কর্মচারীদের ২.২৫ গুণিতক হিসেবে বেতন বাড়িয়েছিল বি জে পি আই পি এফ টি জোট সরকার।

তা সর্বোচ্চ ২.৫৭ গুণিতক হার পর্যন্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি করে। এরফলে সংশোধিত বেতন পুরনো বেতনের তুলনায় ৩২ শতাংশ বৃদ্ধি হয়েছে। এর ফলে জঘন্য কোনো মহার্ঘভাতা প্রদান করা হয় তখন তার প্রভাব বর্ধিত বেতনের উপর পড়ে। তিনি জানান, রাজ্যের গ্রুপ সি কর্মচারীদের ন্যূনতম বেতন মাসে আঠারো হাজার টাকা করা হয়েছে যা কেন্দ্ৰীয় সরকারের অনুরূপ। এছাড়া কলেজ শিক্ষকদের জন্য ইউ জে সি এবং এ আই সি টি ই বেতনক্রম চালু করা হয়েছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে না দিলে সমন্বয় কমিটি উচ্চ আদালতে মামলা করবে বলে যে হুঁশিয়ারি দিয়েছিল সে প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, অপেক্ষা করুন এত অধর্য্য হবেন না। আন্দোলনের হুমকি দিয়ে ও আদালতে যাওয়ার কথা বলে কিছু হবে না। দাবি আদায়ের জন্য এই সরকারের রাজত্বে আন্দোলন করতে হয় না। সম্প্রতি কলকাতা উচ্চ আদালত পশ্চিমবঙ্গের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা আগামী তিনমাসের মধ্যে মিটিয়ে দিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *