Feature NewsNewsত্রিপুরারাজনীতি

বিল সর্বসম্মতভাবে গৃহীত

ত্রিপুরা , ২৭ সেপ্টেম্বর : বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ তিনটি বিল সর্বসম্মতভাবে গৃহীত হয়। উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা “দ্য ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস টেক্স (ফিফথ এমেন্ডমেন্ট) বিল, ২০২২ (দা ত্রিপুরা বিল নং ১৩ অব ২০২২) বিধানসভায় অনুমোদনের জন্য উত্থাপন করেন।

বিরোধী দলের বিধায়ক ভানুলাল সাহা বিলটির উপর আলোচনা করেন।

আলোচনার পর বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। দ্য ত্রিপুরা এগ্রিকালচারেল প্রডিউস মার্কেটস (ফিফথ এমেন্ডমেন্ট) বিল, ২০২২ (দ্য ত্রিপুরা বিল নং ১৪ অব ২০২২) বিলটি অনুমোদনের জন্য কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিধানসভায় উত্থাপন করেন। এই বিলটির উপর বিরোধী দলের বিধায়ক ভানুলাল সাহা আলোচনা করার পর বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। বিধানসভায় অনুমোদনের জন্য তৃতীয় বিলটি বিধানসভায় উত্থাপন করেন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। বিলটি হলো- দ্য ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিষ্ট ইউনিভার্সিটি বিল, ২০২২ (দা ত্রিপুরা বিল নং ১৫ অব 2022 )। বিলটির উপর আলোচনা করেন বিধায়ক তপন চক্রবর্তী। আলোচনার পর বিলটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *