শেয়ার বাজারে ধস, ৯১৬ পয়েন্ট নামল সেনসেক্স
ত্রিপুরা , ২৭ সেপ্টেম্বর : ফের ধস শেয়ার বাজারে। সোমবার দেড় শতাংশের বেশি পতন দেখা গিয়েছিল মার্কিন শেয়ার বাজারে। শুরুর দিকের কিছু সময় ধরে বাজারে কেনাকাটার প্রবণতা ছিল। কিন্তু কিছুক্ষণ পরই দ্রুত দরপতন হয়েছে শেয়ারবাজারে।
বাজারের পতনের পর সেনসেক্স ৯১৬ পয়েন্ট নামল সেনসেক্স।
এদিন সকালে প্রায় দেড় শতাংশ পতনের পর ৯৯ শতাংশে এসে থামে নিফটির সূচক। পরে অবশ্য সবার জন্য বাজার খুললে আরও পড়ে নিফটি, সেনসেক্স। সাড়ে ৯টার আগেই প্রায় দেড় শতাংশ কমে যায় নিফটি ও সেনসেক্সের সূচক। আজকের ট্রেডিংয়ে বিসিই ৩০-শেয়ার সূচক সেনসেক্স ৫৭৩.৮৯ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ পতনের সঙ্গে ৫৭, ৫২৫ এ খুলেছে। সেই ক্ষেত্রে এনসিই সেনসেক্স ১৭১.০৫ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ পতনের সঙ্গে ১৭,১৫৬ ট্রেড শুরু করেছে। এদিন সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে, মাত্র ৩টি স্টক সবুজ চিহ্নে মুনাফা করেছে, বাকি ২৭টি স্টক লাল চিহ্নে লেনদেন করছে। একইভাবে, নিফটিতে অন্তর্ভুক্ত ৫০টি শেয়ারের মধ্যে ৬টি শেয়ার সবুজ চিহ্নে এবং ৪৪টি শেয়ার লাল চিহ্নে লেনদেন হয়েছে। এদিন সেনসেক্সের পতনশীল স্টক সান ফার্মা, এইচসিএল টেক, আল্ট্রাটেক সিমেন্ট, ডাঃ রেড্ডিস ল্যাবস, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি, আইটিসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা, বাজাজ ফিনান্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক।