আই জি এম ক্যাজুয়েল কর্মীরা অনুদান পায়নি
ত্রিপুরা , ২৯ সেপ্টেম্বর : শারদ উৎসব দোরগোড়ায় কিন্তু পূজার অনুদান ও এডভান্স এখনো পায়নি। এর জন্য বুধবার আই জি এম হাসপাতালে কর্মরত ক্যাজুয়াল কর্মীরা এই বিষয়ে জানার জন্য হাসপাতাল সুপারের সাথে দেখা করে। তাদের বক্তব্য হল পূজার অনুদান ও এডভান্স এখনো পর্যন্ত তারা পায় নি। ইতিমধ্যেই অনুদান ও এডভান্সের জন্য ফর্মও পূরণ করা হয়েছে। প্রত্যেক বছরই এভাবে তাদের দেওয়া হয়।
এবারও অফিসিয়ালি তারা ফর্ম পূরণ করে জমা দিয়েছে।
কিন্তু তিন চারদিন যাবত একটা গুঞ্জন উঠেছে যে তাদের এবার এডভান্স দেওয়া হবে না। এদের বক্তব্য কেন তাদের এবার তা দেওয়া হবে না এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে দেখা করলে তারা কোন সদুত্তর দিতে পারছেন না। সমস্যা অনেক কিছু দেখাচ্ছে। এদিকে পূজার অনুদান ও এডভান্স পাবেন ডি আর ডব্লিউ, ডি আর বি এরা । এই বিষয় জানার পর তারা সংবদ্ধভাবে হাসপাতাল সুপার এর সাথে দেখা করতে আসেন এদিন। হাসপাতাল সুপার সময় চাইলে উনারা বৃহস্পতিবার ফের দেখা করবেন বলে জানান। তবে হুঁশিয়ারিও দেন যে যদি তাদের এবার তা প্রদান করা না হয় তবে হাসপাতালে তাদের পরিষেবা বন্ধ থাকবে। এই ক্যাজুয়েল কর্মীরা জানায় উনারা অনেকে ১৯৮৩ সাল থেকে এই হাসপাতালে কাজ করে আসছেন। প্রায় ৩ শ’র কাছাকাছি হবে তাদের সংখ্যা।
সূত্র : দর্পন প্রতিনিধি