Feature Newsfleshঅন্যান্যভারত

এবার মিশে যাবে এয়ার ইন্ডিয়া – ভিস্তারা

ত্রিপুরা, ২৯ সেপ্টেম্বর : গত বছরের অক্টোবরে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ হাতে পেয়েছিল টাটা গোষ্ঠী। এবার এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে পারে বিমান সংস্থা ভিস্তারা। ইতোমধ্যেই এ বিষয়ে টাটা কর্নধার রতন টাটা সক্রিয় হয়েছেন বলে সংস্থার একটি সূত্রের খবর। টাটাদের সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগ ভিস্তারাকে প্রতিযোগিতার বাজারে আরও সক্রিয় করার উদ্দেশ্যেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা একত্রীকরণের এই পদক্ষেপ ।

একত্রীকরণের বিষয়ে টাটা সংস্থার তরফে সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রাথমিক আলোচনাও হয়েছে বলে ওই সূত্র জানাচ্ছে।

পরিকাঠামো ও সম্পদের সদ্ব্যবহার এবং খরচ কমানোর পাশাপাশি টাটাদের মালিকানাধীন দুই সংস্থা মিশে গেলে উড়ান পরিষেবার ক্ষেত্রেও সুফল মিলতে পারে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকদের একাংশ দাবি করছেন। পরিকল্পনা কার্যকর হলে দেশের এক নম্বর উড়ান সংস্থা ইন্ডিগোকে টেক্কা দিতে পারবে টাটারা। একত্রীকরণের পর ভিস্তারার হাতে ৫ থেকে ১০ হাজার কোটি টাকা মূল্যের ২৫ শতাংশ শেয়ার থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *