নতুন বিমানবন্দরে বীরবিক্রমের মূর্তি সরানোর দাবি
ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর : ত্রিপরা ফেডারেশনের পক্ষ থেকে ২ দফা দাবি নিয়ে আজ আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করলেন। তাদের দাবি মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে ককবরক ভাষায় ফ্লাইট-সম্পর্কিত তথ্যের ঘোষণা করতে হবে, মহারাজা বীর বিক্রমের মূর্তি পুরাতন বিমানবন্দর টার্মিনাল ভবন থেকে নতুন টার্মিনালে স্থানান্তর করতে হবে।
এইদিন ইয়ুথ ত্রিপরা ফেডারেশনের নতুন বিমানবন্দরের সামনে থেকে মিছিল করে বিমানবন্দরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করলেন।
পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে এই ডেপুটেশন অধিকতার মারফত প্রেরণ করলেন। উপস্থিত ছিলেন তিপ্ৰা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। ইয়ুথ ত্রিপরা ফেডারেশনের রাজ্য সভাপতি তথা এমডিসি রোনাল দেববর্মা।
সূত্র : ত্রিপুরা দর্পন