Feature Newsএই মুহূর্তেবিশ্বরাজনীতি

ইরাকে কুর্দিদের উপর আবার ইরানের হামলা

ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর : কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরান- জুড়ে এখন বিক্ষোভ হচ্ছে। তার মধ্যেই ইরাকে গিয়ে ইরান- বিরোধী বিক্ষুব্ধ কুর্দিদের বিরুদ্ধে আঘাত হানলো তেহরান। বাইশ বছর বয়সি আমিনিকে ইরানের নীতি পুলিশ হিজাব ঠিকমতো না পরার অপরাধে গ্রেপ্তার করেছিল। তারপর তার মৃত্যু হয়। বুধবার ইরাকি কুর্দিস্তান সন্ত্রাসবিরোধী সার্ভিস জানিয়েছে, ইরানের হামলায় তেরো জন মারা যাওয়ার পাশাপাশি ৫৮ জন আহত হয়েছেন।

ইরানের রেভলিউশনারি গার্ড ‘সুইসাইড ড্রোন’ এবং “ প্রিসিশন মিসাইল’ ব্যবহার করেছে বলে সরকারী সংবাদসংস্থা আইআরএন জানিয়েছে।

উত্তর ইরাকে কুর্দি বিচ্ছিন্ন গোষ্ঠীর ঘাঁটিতে তারা হামলা চালায় বিরোধী কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অফ ইরান (কেডিপিআই) এই হামলার নিন্দা করেছে। তারা বলেছে, এই আক্রমণ কাপুরুষোচিত। যখন ইরানের সাধারণ মানুষের বিক্ষোভ সরকার থামাতে পারছে না, কুর্দিদের মুখ বন্ধ করতে পারছে না, তখন তারা এই সন্ত্রাসের রাস্তায় হেঁটেছে। কেডিপিআই জানিয়েছে, ইরবিল থেকে ৬৫ কিলোমিটার দূরের কোয়া- কে টার্গেট করেছিল ইরান। ইরাক সরকার এবং আঞ্চলিক কুর্দিদের সরকার ইরানের এই হামলার নিন্দা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *