‘হু’র সতর্কীকরণের পর ৪টি কাশির ওষুধের তদন্ত শুরু
ত্রিপুরা, ৭ অক্টোবর : গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একটি ভারতীয় কোম্পানির তৈরি জ্বর, সর্দি এবং কাশির চারটি সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে, মানুষকে সেগুলি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। চারটি সিরাপ – প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মেকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ – হরিয়ানা ভিত্তিক মেডেন ফার্মাসিউটিক্যালস দ্বারা তৈরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করার পর কেন্দ্রীয় সরকার হরিয়ানা-ভিত্তিক ফার্মাসিউটিক্যাল দ্বারা তৈরি কাশির সিরাপ নিয়ে তদন্ত শুরু করেছে।
হু সতর্কীকরণে বলা হয়েছে, ‘চারটি সিরাপের প্রতিটির নমুনার পরীক্ষাগার বিশ্লেষণ নিশ্চিত করে যে ওই সিরাপে দূষক হিসাবে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল..