হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু ২ শিশুর
ত্রিপুরা, ৭ অক্টোবর : লাটে উঠেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাও। জিবি এবং বিলোনীয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি ক্ষেত্রেই সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিজনেরা। জি বি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের এক শিশুকন্যা প্ৰাণ হারায় বলে অভিযোগ। বিষাক্ত পিঁপড়ের কামড়ে অসুস্থ হয়ে পড়া তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ির অমৃতা বিশ্বাস নামে ঐ শিশুকন্যা জি বি হাসপাতালে ভর্তি ছিলো। ত্রিশাবাড়ির বাসিন্দা অনন্ত বিশ্বাসের ছোট্ট মেয়ে অমৃতা। তাকে মঙ্গলবার বিষাক্ত পিঁপড়ে কামড়ায়। প্রথমে তাকে তেলিয়ামুড়া হাসপাতাল চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে শিশুকন্যাকে উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে রেফার করা হয়েছে।
বুধবার সকালে অমৃতার পরিবারের লোকজন জি বি হাসপাতালের ভিতরে গিয়ে দেখেন অমৃতা আর জীবিত নেই।
শিশুকন্যার পরিবারের লোকজন হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের গাফিলতির কারণেই অমৃতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। তারা জানান অমৃতাকে ওষুধের ডোজ দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতে অতিরিক্ত ডোজ দেয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পিঁপড়ের কামড়ে শিশুকন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলিয়ামুড়ায়। এদিকে, বেহাল স্বাস্থ্য পরিষেবার করুণ দৃশ্য দেখল বিলোনীয়া। চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারিয়েছে দেড় মাসের এক শিশুকন্যা। বিলোনীয়া শহর সংলগ্ন..
সূত্র : ডেইলি দেশের কথা