কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি চূড়ান্ত
ত্রিপুরা, ৭ অক্টোবর : শারদীয়া উৎসবের রেশ গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদিও শহর আগরতলার প্রচুর মণ্ডপে দেবী দুর্গাকে রেখে দিয়ে দর্শনার্থীদের পরিদর্শনের আকাঙ্ক্ষা আজ বৃহস্পতিবারেও অম্লান রয়েছে। এদিকে আগামী ৯ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপূজা। বাঙালি গৃহস্থের ঘরে লক্ষ্মী পূজার ধুমধাম লক্ষ্য করা যায়। আবাল বৃদ্ধ বণিতা এবং শহর ও শহরতলির এবং গ্রামাঞ্চলেও গৃহস্থের ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা অভ্যস্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। ইতিমধ্যে লক্ষ্মী পুজাকে এলাকার ছোট বড় বাজারগুলিতে দেবীর আগমন দেখা গেছে।
যদিও আরও ৪৮ ঘণ্টা পর দেবী লক্ষ্মীর আরাধনার নির্ঘণ্ট রয়েছে।
তবুও গৃহস্থের ঘরে মহিলাদের মধ্যে দেবী মাকে বরণ করে নানারকম আহার দিয়ে সাজিয়ে নৈবেদ্য দেওয়ার রীতিনীতি চোখে পড়ে। শারদীয়া দুর্গোৎসবের বিজয় দশমীর রেশ কাটতে না কাটতেই বাঙালীর ঘরে ঘরে পূজিত হবে ন। ধনের আরাধ্যা দেবী অথ্যাৎ লক্ষী মা। তাই তো সবারই ঘরে ঘরে ধনি, মধ্যবিত্ত, দরিদ্রতম লোকের কোজাগরি দেবী লক্ষী পূজা অনুষ্ঠান টি আগামী শনিবার..