সরকারি পুজোতে বরাদ্দ কমলো
ত্রিপুরা, ৭ অক্টোবর : বিজেপি আমলে গত এপ্রিল মাস থেকে দেবার্চন বিভাগের অধীন দেবালয়গুলোতে নিত্য পুজোর বরাদ্দ বন্ধ। নেই কোনো সরবরাহ। কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। আজ থেকে দশবছর আগে পুজোর সময় আগরতলার দুর্গাবাড়ি এবং প্রভুবাড়িতে যে বরাদ্দ দেওয়া হতো তার বিন্দুমাত্র বাড়েনি।
একই পরিমাণ বরাদ্দ এবছরও দেওয়া হয়েছে বলে খবর।
সবচেয়ে বেশি বঞ্চনা প্রভুবাড়িকে। মাত্র ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে এবার। পাশাপাশি দেবার্চন বিভাগ থেকে প্রভুবাড়িতে এবার যে পুজোর উপকরণ সরবরাহ করা হয় তাতেও দুর্নীতি। নজর নেই দেবার্চন বিভাগের। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা ভারতভুক্তির শর্ত হিসাবে এইসব মন্দিরগুলোর দায়িত্ব..
সূত্র : রাষ্ট্রীয় কন্ঠ প্রতিনিধি